প্রথমবার কানাডা ট্যুরে যাচ্ছে শিরোনামহীন | চ্যানেল আই অনলাইন

প্রথমবার কানাডা ট্যুরে যাচ্ছে শিরোনামহীন | চ্যানেল আই অনলাইন

২৯ বছরের পথচলায় প্রথমবার কানাডা ট্যুরে যাচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। বিগত বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে সফর হলেও কানাডায় এবারই প্রথম লাইভ পারফরম্যান্স করবে দলটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিরোনামহীন জানায়, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে ‘মিক্সটেপ’-এর আয়োজনে টরন্টো কনসার্টের মাধ্যমে কানাডায় পারফরম্যান্স শুরু করবে শিরোনামহীন।

২০২৫ সাল শিরোনামহীনের জন্য বৈচিত্র্যময় বলে জানান ব্যান্ড লিডার জিয়াউর রহমান। এবছর আরও কিছু দেশে ট্যুর অফার এবং প্ল্যান আছে শিরোনামহীনের।

ব্যান্ডের অন্যতম কম্পোজার কাজি আহমেদ শাফিন জানান, বিগত বছরে ইউরোপ ট্যুরে আমরা বেশ কিছু দেশে ভ্রমণ করেছি, তাদের সংস্কৃতি, প্রকৃতি আমাদের মুগ্ধ করেছে। আশা করছি, এবছরের ট্যুরগুলোও আমরা উপভোগ করতে পারবো।

ব্যান্ডের কণ্ঠশিল্পী শেখ ইশতিয়াক বলেন, এই ট্যুরগুলো থেকে আমাদের অভিজ্ঞতা এবং এমন কিছু নলেজ তৈরি হয়, যা ক্রিয়েটিভ চর্চার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

সবশেষ প্রকাশিত ‘বাতিঘর’ অ্যালবাম এর গান প্রকাশের ধারাবাহিকতায় এবছর ‘প্রিয়তমা’ গানটি রিলিজ করেছে শিরোনামহীন এবং এক মাসের ব্যবধানে শুধুমাত্র ইউটিউবে ১৫ লক্ষাধিক শ্রোতার কাছে পৌঁছে গেছে।

জানা যায়, শিরোনামহীন এর আরও চারটি গান মিউজিক ভিডিও নির্মাণসহ সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আছে। থাইল্যান্ড এবং ইন্ডিয়ার একাধিক লোকেশনে এই মিউজিক ভিডিওগুলো শিরোনামহীন সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে নির্মাণ করেছে। এখন পর্যন্ত অপ্রকাশিত ‘কতদূর’ গানটি প্রবাসী বাংলাদেশীদের জীবনবোধ এবং রেমিট্যান্স এর প্রেক্ষাপটে নির্মিত।

এছাড়া জনপ্রিয় ‘এই অবেলায়’ গানের সিক্যুয়েল নির্মাণ সম্পন্ন হয়ে গেলেও এখন পর্যন্ত রিলিজ করেনি শিরোনামহীন। স্পনসর এর সহযোগিতা পেলেই এই গানগুলো শিগগির প্রকাশিত হবে বলে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়।

Scroll to Top