নানান জটিলতা কাটিয়ে মুক্তির তিন দিন পার করে ফেলেছে কঙ্গনা রানাউত অভিনীত সিনেমা ‘ইমার্জেন্সি’। কঙ্গনা অভিনীত বিগত পাঁচ বছরের ছবিগুলির মধ্যে যেটি সবচেয়ে বড় ওপেনিং ছিল। তাই বলাই যায়, ইন্দিরা গান্ধীর বায়োপিক ‘ইমার্জেন্সি’র শুরুটা বেশ ভালোই হয়েছে। কিন্তু তিন দিনে কত আয় দাঁড়ালো এই ছবির?
বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ছবিটি ২.২৫ কোটি রুপির ব্যবসা করেছে। দ্বিতীয় ও তৃতীয় দিনে যা বেড়ে দাঁড়িয়েছে ৩.২৫ এবং ৪.২৫ কোটি রুপি। সুতরাং, তিন দিনে ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় ৯.৭৫ কোটি রুপি। এছাড়াও তিন দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১২.১২ কোটি রুপি।
জানা গেছে, অন্যান্য ভাষার তুলনায় হিন্দি ভাষা থেকেই সব থেকে বেশি আয় করছে এই ছবি। মূলত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন ও কাজ নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে কঙ্গনা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন এবং তার মেয়াদের শেষ কয়েক বছরকে তুলে ধরেছে। ছবিতে জরুরী অবস্থা এবং অপারেশন ব্লুস্টার-এর মচো বিষয় উঠে এসেছে।
তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কঙ্গনার এই ছবি দেখে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। একজন টুইটারে লিখেছেন, ‘প্রত্যেক নাগরিকের অবশ্যই ‘ইমার্জেন্সি’ দেখা উচিত। এটা হিট হোক বা ফ্লপ, তবে ছবির গুরুত্বকে অস্বীকার করা যায় না।’
আরেকজন লিখেছেন, ‘কঙ্গনা আবার প্রমাণ করলেন যে তিনিই কুইন #Emergency।’ কারোর মন্তব্য ‘গ্যাংস্টার থেকে ইমার্জেন্সি, কঙ্গনা রানাউতের সিনেমাটিক যাত্রাই প্রমাণ করে তার অভিনয়ের প্রতি তার ডেডিকেশন। উনি নিজেকে বারবার ভেঙে গড়ে নিয়েছেন। অসাধারণ বললেও কম হবে।’ ফলে বলাই বাহুল্য এই ছবিতে দর্শকদের অনেকেই কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ।