সংঘাতের কারণে পাকিস্তানের বিপক্ষে আর কখনোই ক্রিকেটে মুখোমুখি হতে চায় না ভারত, সকালে ভারতীয় কিছু গণমাধ্যমে এমন খবর আসে। লেখা হয়, আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আয়োজক ভারত। এমন খবরকে সত্যি নয় বলে জানিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড- বিসিসিআই।
বোর্ডের সেক্রেটারি দেভজিত সাইকিয়া জানিয়েছেন, ‘এশিয়া কাপের বিষয়টি বা অন্যকোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইভেন্টের ব্যাপারে কোন পর্যায়ে আলোচনা হয়নি।’
‘এখন পর্যন্ত বিসিসিআই আসন্ন এসিসি ইভেন্টগুলো নিয়ে আলোচনা বা কোনো পদক্ষেপ নেয়নি, এসিসিকে কিছু জানানো তো দূরের কথা। এখন পর্যন্ত আমাদের মূল লক্ষ্য চলতি আইপিএল এবং পরবর্তী ইংল্যান্ড সিরিজ। এটি ছেলে এবং মেয়ে উভয় দলের ক্ষেত্রেই প্রযোজ্য।’
সকালে ভারতের গণমাধ্যম সূত্রের বরাতে জানিয়েছিল, পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে দেশটির সঙ্গে আর কখনোই ক্রিকেটে মুখোমুখি হতে চায় না ভারত। এজন্য আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। রোহিত-কোহলিদের ক্রিকেট বোর্ডের সমস্যা মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানকে নিয়ে।
প্রতিবেদনে ছিল, ভারত মূলত এশিয়ার কোন টুর্নামেন্টেই খেলতে চায় না। হোক ছেলে কিংবা মেয়েদের। কারণ হিসেবে তারা বলছে মহসিন নকভীর কথা। এসিসির প্রধান হিসেবে আছেন নকভী। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রধান। ভারত এটি মানছে না।
ব্যাখ্যায় দেশটির ক্রিকেট বোর্ডের এক কর্তার সূত্রে ছিল, ‘ভারত দল এমন এক টুর্নামেন্টে খেলতে পারে না যার আয়োজক এসিসি এবং এর প্রধানের পদে আছেন একজন পাকিস্তানি মন্ত্রী। এটা পুরো দেশের আবেগ। আমরা এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি আসন্ন মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের বিষয়ে। সঙ্গে ভবিষ্যতে তাদের (এসিসি) ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখতে। আমরা সরকারের সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি।’
সেপ্টেম্বরে হতে চলা এশিয়া কাপের আয়োজনের কথা ভারতের। ওই টুর্নামেন্টে খেলার কথা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার। ভারত বেঁকে বসলে টুর্নামেন্ট গড়ানো নিয়েই শঙ্কা জাগবে।