প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

জয়পুরহাটে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লুৎফর রহমানকে যৌথ অভিযান চালিয়ে রাজধানী ঢাকার শনিরআখড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে জয়পুরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত লুৎফর সদর উপজেলার ভাদসা পলিবাড়ি গুচ্ছগ্রামের কাইমুদ্দিনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২২মে সদর উপজেলার ভাদসা পলিবাড়ি গুচ্ছগ্রামের ১৩ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে লুৎফর রহমান।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে সেই বছর ২৩মে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ২০২৪ সালের ১০ জুলাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

GOVT

এ মামলায় জামিন নিয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন লুৎফর। অবশেষে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, এ মামলায় জামিন নিয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন লুৎফর। অবশেষে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Chokroanimation

Scroll to Top