প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরে আবারও বিতর্কে মরিনহো | চ্যানেল আই অনলাইন

প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরে আবারও বিতর্কে মরিনহো | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিতর্ক আর মরিনহো যেন সমার্থক শব্দ। নতুন করে আরেক বিতর্কের জন্ম দিলেন ফেনেরবাচ কোচ। বুধবার তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গ্যালাতাসারাইয়ের কাছে ২-১ ব্যবধানে হারের পর প্রতিপক্ষ কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেন পর্তুগিজ এ কোচ।

গ্যালাতাসারাইয়ের হয়ে দুটি গোল করে ভিক্টর ওসিমেন, যার দ্বিতীয়টি আসে পেনাল্টি থেকে। স্বাগতিকদের পক্ষে সেবাস্তিয়ান শিমানস্কি বিরতির ঠিক আগে এক গোল শোধ করেন। ম্যাচের শেষদিকে উত্তেজনা চরমে পৌঁছায়, যখন উভয় দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বাধে এবং পরিস্থিতি সামলাতে পুলিশকে মাঠে নামতে হয়।

রেফারি তিন খেলোয়াড়কে লাল কার্ড দেখান, যার মধ্যে দুজন গ্যালাতাসারাইয়ের। ম্যাচ শেষ হওয়ার পর গ্যালাতাসারাইয়ের কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেন মরিনহো, এরপর বুরুক নাটকীয়ভাবে মাটিতে পড়ে যান। মরিনহোর এমন কাণ্ডে হতবাক দুদলের ফুটবলাররাই।

ম্যাচ শেষে বুরুকে জানিয়েছেন, মরিনহোর এমন আচরণ কিছুতেই প্রত্যাশা করেননি। বলেছেন, ‘সে পেছন থেকে আমার নাপ চেপে ধরেছে। এটা কোনভাবেই ভালো কাজ হয়নি। নাকে আঁচড় লেগেছে। বাড়তি কিছু বলব না, কিন্তু এটা মোটেও ভালো আচরণ ছিল না।’

গত ফেব্রুয়ারিতে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচে রেফারিকে কটূক্তি করে ৪ ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ হয়েছিলেন মরিনহো। এবারের আচরণেও বড় শাস্তি পেতে পারেন।

২০১১ সালে, রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন তিনি বার্সেলোনার সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে আঙুল দিয়ে খোঁচা মেরে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।

Scroll to Top