প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনা, অমিতাভের জামাতার নামে মামলা – DesheBideshe

প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনা, অমিতাভের জামাতার নামে মামলা – DesheBideshe


প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনা, অমিতাভের জামাতার নামে মামলা – DesheBideshe

মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি – বি টাউনে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জন। এবার শোনা গেল, আইনি বিপাকে পড়েছেন অমিতাভ বচ্চনের জামাই নিখিল নন্দা। এক গুরুতর অভিযোগে জর্জরিত তিনি; শুরু হয়েছে তার বিরুদ্ধে তদন্ত।

ভারতীয় গণমাধ্যমের খবর, অমিতাভ-জয়ার জামাই নিখিল একটি কোম্পানির সিএমডি। তার বিরুদ্ধে উত্তরপ্রদেশের বাসিন্দা জিতেন্দ্র সিংয়ের ভাই জ্ঞানেন্দ্র অভিযোগ একটি দায়ের করেন।

অভিযোগটি হলো, জিতেন্দ্র গত বছরের ২২ নভেম্বর আত্মহত্যা করেন। আর সে আত্মহত্যার পেছনেই নাকি হাত রয়েছে নিখিলের। অভিযোগে জ্ঞানেন্দ্র জানান, মূলত ট্রাক্টর বিক্রি বাড়ানোর জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল জিতেন্দ্রকে। জিতেন্দ্র ছিলেন স্থানীয় ট্রাক্টর ব্যবসায়ী। সে জন্য সেই ট্রাক্টর কোম্পানির এরিয়া ম্যানেজার, সেলস ম্যানেজার চাপ দিতেন জিতেন্দ্রকে। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী ট্রাক্টর বিক্রি করতে না পারলে ডিলারশিপের লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় জিতেন্দ্রকে। আর সেই হুমকিদাতাদের মধ্যে ছিলেন অমিতাভের জামাই নিখিল নন্দাও।

এ ঘটনার পর বেশ মানসিক চাপে ছিলেন জিতেন্দ্র। পরিবারের লোকজনকে সেকথা জানান তিনি। গত বছরের ২১ নভেম্বর, নিখিল নন্দার সংস্থার লোকজন জিতেন্দ্রর বাড়িতে যান। সেদিনও তাকে নাকি মানসিক চাপ দেওয়া হয়। পরদিন বাড়ি থেকে জিতেন্দ্রর মরদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি।

এ অভিযোগের পর পরই অমিতাভ বচ্চনের জামাই নিখিল নন্দার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের জল্পনার মাঝে নিখিল নন্দাকে নিয়ে এই আইনি জটিলতা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বচ্চন পরিবার।

আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৫

 



Scroll to Top