বিএসসি (ইঞ্জিনিয়রিং) গ্র্যাজুয়েট প্রকৌশলীদের সহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগে অধিকার সুরক্ষা ও সংশ্লিষ্ট গ্রেডে কোটা বৈষম্য দূরীকরণের দাবিতে সাম্প্রতিক সময়ে বুয়েটসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদানকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। সেই আন্দোলনে শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতি মানববন্ধন করেছে।
গত বুধবার ২৭ আগস্ট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস, জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বহু শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়।
শিক্ষার্থীদের উপর পুলিশের বেপরোয়া হামলা বুয়েট শিক্ষক সমিতির কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ২৮ আগস্ট বুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে এক জরুরি সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় বুয়েটের সম্মানিত শিক্ষকগণ শিক্ষার্থীদের উপর পুলিশের অযাচিত এবং কঠোর বল প্রয়োগের তীব্র নিন্দা জানান, এবং ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে দায়িদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এছাড়াও সভায় এ সংক্রান্ত জাতীয় পর্যায়ে গঠিত যেকোনো কমিটিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিশ্চিতসহ দ্রুততম সময়ে গ্র্যাজুয়েট প্রকৌশলীদের নিয়োগ সংক্রান্ত যৌক্তিক দাবির বিষয়টি সুরাহার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়। সভা শেষে বুয়েটের শিক্ষকগণ মানব বন্ধনের মাধ্যমে উক্ত নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
বুয়েট শিক্ষক সমিতি স্পষ্টভাবে জানাচ্ছে যে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন, এবং শিক্ষার্থীদের উপর এ হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা সরকারের আবশ্যিক দায়িত্ব।