প্রকাশ্যে ‘এক্সট্র্যাকশন টু’-এর ট্রেলার, মুগ্ধ করলো জমজমাট অ্যাকশন

প্রকাশ্যে ‘এক্সট্র্যাকশন টু’-এর ট্রেলার, মুগ্ধ করলো জমজমাট অ্যাকশন
Nagod

নেটফ্লিক্সে আসছে ‘এক্সট্র্যাকশন টু’। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক্সট্র্যাকশন’ ছবির সিকুয়েল এটি। স্যাম হারগ্রেভ এই অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে।

প্রথম ছবির থেকে সিকুয়েল যে আরও দুর্দান্ত হতে চলেছে সেটা ট্রেলারেই বুঝিয়ে দিয়েছেন নির্মাতারা। ট্রেলারে দেখা গেছে পানিতে ডুবে যাওয়া টাইলর রেক কীভাবে বেঁচে ফিরেছেন। এরপর দেখা যায় একের পর এক অ্যাকশন দৃশ্য।

Bkash July

ছবিতে মু্খ্যচরিত্রে অভিনয় করেছেন অ্যাভেঞ্জার্সের থর খ্যাত হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। পাশাপাশি দেখা যাবে গোলশিফতেহ ফারহানি, অ্যাডাম বেসা সহ আরও অনেক তারকাকে।

২০২০ সালের এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পায় অ্যাকশন ঘরানার চলচ্চিত্র ‘এক্সট্র্যাকশন’। ‘এক্সট্র্যাকশন’ ছবিটির কাহিনী মূলত বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছিল। মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে অপহরণ করে ঢাকায় আটকে রাখে বাংলাদেশের এক গ্যাংস্টার। সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে আনা হয় একজন মার্সেনারি ক্রিস হেমসওয়ার্থকে। ছবিতে যাকে ‘টাইলর রেক’ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এরপর চলে একের পর এক অভিযান।

Reneta June

আগামী ১৬ জুন থেকে শুরু হবে এক্সট্র্যাকশন ২-র স্ট্রিমিং। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’খ্যাত রুশো ব্রাদার্স এই ছবির প্রযোজক।

সূত্র: হলিউড রিপোর্টার 

Labaid
Scroll to Top