প্রকাশিত হলো বাদশা ও মডেল জাইসা অভিনীত মিউজিক্যাল ফিল্ম ধরিস কেন এত বায়না। চমৎকার কথামালার গানটি লিখেছেন ও সুর করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী এস এম সোহেল। মিউজিক করেছেন জনপ্রিয় কম্পোজার ও কন্ঠশিল্পী এসডি সাগর।
রবিবার সন্ধ্যায় গানটি বি মিউজিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। মিউজিক্যাল ফিল্ম টি পরিচালনা ও চিত্রগ্রাহক হিসেবে ছিলেন এস কামাল পারভেজ এডিট কালার করেছেন সুরভী।
জানতে চাইলে কন্ঠশিল্পী ও মডেল বাদশা বার্তা বাজার পত্রিকাকে বলেন, আমি এর আগে বিভিন্ন শিল্পীর গানে অভিনয় করছি। এই গানটি আমার কন্ঠের প্রথম মৌলিক গান। দারুন কথা ও সুরের গানটি আমাকে দেয়ার জন্য আমি জনপ্রিয় কণ্ঠশিল্পী এস এম সোহেল মামাকে ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়া গানটির চমৎকার মিউজিক ভিডিও আকারে প্রকাশ করার জন্য বি মিউজিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের কর্নধার বিজন মামার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। গান গাওয়া আমার নেশা সেই নেশা থেকেই গানটি গেয়েছি, সবার ভালোবাসা ও উৎসাহ পেলে আরো মৌলিক গান করবো ইনশাআল্লাহ। সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।