এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনা জিতে আসর শুরু করেছিলেন কানাডার সামার ম্যাকিনটোশ। ২০০ মিটার বাটারফ্লাইয়েও সোনা জিতে নেন। এবার মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতেও সোনা জিতেছেন কানাডার ১৭ বর্ষী সাঁতারু। প্যারিসে তার তৃতীয় সোনা এটি, সবমিলিয়ে চতুর্থ পদক। মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছিলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু কেটি লেডেকি। অলিম্পিকে তার নবম সোনা এটি। ছুঁয়েছেন সাবেক জিমন্যাস্টিক কিংবদন্তি লারিসা লাতিনিনার রেকর্ড।
মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ২ মিনিট ৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে নতুন অলিম্পিক রেকর্ডও করেছেন অলিম্পিয়ান বাবা-মার সন্তান ম্যাকিনটশ। ২ মিনিট ৬.৯২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের কেট ডগলাস। ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার কাইল ম্যাকিওন।
মেয়েদের সাঁতারে অবিসংবাদিত সেরা কেটি লেডেকি প্যারিস অলিম্পিকে চতুর্থ সোনা দেখা পেলেন ৮০০ মিটার ফ্রিস্টাইলে। অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমাসকে পেছনে ফেলে অলিম্পিকে নিজের নবম সোনা জিতেছেন লেডেকি। তাতে অলিম্পিক ইতিহাসে নারী প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি সোনা জয়ের রেকর্ড করা জিমন্যাস্টিক কিংবদন্তি লারিসা লাতিনিনার পাশে বসলেন যুক্তরাষ্ট্র তারকা। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিত্ব করা লাতিনিনা ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত ৯টি সোনা জেতেন জিমন্যাস্টিকসে।
সোনা জয়ের পথে লেডেকি সময় নিয়েছেন ৮ মিনিট ১১.০৪ সেকেন্ড। ১.২৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য অস্ট্রেলিয়ার টিটমাসের। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের পেইজ ম্যাডেন।
ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৪৯.৯০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন হাঙ্গেরির ক্রিস্তফ মিলাক। মাত্র ০.০৯ সেকেন্ড পেছনে থেকে রুপার জিতেছেন কানাডার জশ লিন্ডো। ব্রোঞ্জ পেয়েছেন আরেক কানাডিয়ান ইলিয়া খারুন।
মিশ্র রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। অষ্টম দিনে সাতারের শেষ ইভেন্ট মিশ্র ৪×১০০ মিটার মেডলিতে ৩ মিনিট ৩৭.৪৩ সেকেন্ড সময় নিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালে গ্রেট ব্রিটেনের ৩ মিনিট ৩৭.৫৮ সেকেন্ড গড়া বিশ্ব রেকর্ড ভেঙেছে তারা। রৌপ্য জেতা চীনও আগের রেকর্ড থেকে কম সময় নিয়েছে (৩ মিনিট ৩৭.৫৫ সেকেন্ড)। ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া।