এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গত মে মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও প্যারিস অলিম্পিকে ফিরে এসেছিলেন ব্রাজিলের কুইন মার্তা। নারী ফুটবলে ব্রাজিলিয়ান কিংবদন্তির প্যারিসে সোনা জেতা হল না। ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সেলেসাওদের।
পার্ক দ্য প্রিন্সেসে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। আসরে দেশটির ৩৪তম সোনা এটি। সবমিলিয়ে ১১৪তম পদক। ব্রোঞ্জের লড়াইয়ে স্পেনকে ১-০ গোলে হারিয়ে পদক নিজেদের করে নেয় জার্মানি।
সোনার লড়াইয়ে বল দখলে আধিপত্য ছিল ব্রাজিলের। হাড্ডাহাডি লড়াইয়ে প্রথমার্ধ গোল শূন্য সমতাতেই শেষ হয়। দ্বিতীয়ার্ধও আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠে। ৫৭ মিনিটে জালের দেখা পায় যুক্তরাষ্ট্র। গোল করেন ম্যালোরি সোয়ানসন। পরে আর সমতায় ফেরা সম্ভব হয়নি ব্রাজিলের। রৌপ্য নিয়েই আসর শেষ করতে হয়েছে মার্তাদের।