প্যারিসে সোনা জেতা হল না মার্তার, চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

প্যারিসে সোনা জেতা হল না মার্তার, চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গত মে মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও প্যারিস অলিম্পিকে ফিরে এসেছিলেন ব্রাজিলের কুইন মার্তা। নারী ফুটবলে ব্রাজিলিয়ান কিংবদন্তির প্যারিসে সোনা জেতা হল না। ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সেলেসাওদের।

পার্ক দ্য প্রিন্সেসে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। আসরে দেশটির ৩৪তম সোনা এটি। সবমিলিয়ে ১১৪তম পদক। ব্রোঞ্জের লড়াইয়ে স্পেনকে ১-০ গোলে হারিয়ে পদক নিজেদের করে নেয় জার্মানি।

সোনার লড়াইয়ে বল দখলে আধিপত্য ছিল ব্রাজিলের। হাড্ডাহাডি লড়াইয়ে প্রথমার্ধ গোল শূন্য সমতাতেই শেষ হয়। দ্বিতীয়ার্ধও আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠে। ৫৭ মিনিটে জালের দেখা পায় যুক্তরাষ্ট্র। গোল করেন ম্যালোরি সোয়ানসন। পরে আর সমতায় ফেরা সম্ভব হয়নি ব্রাজিলের। রৌপ্য নিয়েই আসর শেষ করতে হয়েছে মার্তাদের।

Scroll to Top