প্যারিসে সম্মেলন: জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অনুদানের আহ্বান ডিএনসিসি প্রশাসকের

প্যারিসে সম্মেলন: জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অনুদানের আহ্বান ডিএনসিসি প্রশাসকের

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের উত্তরে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘আমাদের শহরের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কাছ থেকে ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আমরা আগ্রহী নই। যেহেতু জলবায়ু চুক্তি অনুযায়ী শিল্পোন্নত দেশগুলো লস অ্যান্ড ড্যামেজ তহবিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা দিতে দায়বদ্ধ, তাই ঋণের পরিবর্তে তাদের প্রতি আর্থিক অনুদান দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

মেয়রের নির্ধারিত আলোচনায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পার্টনারশিপ ফর হেলদি সিটিজ ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে বায়ুদূষণ পরিমাপের যন্ত্রসহ বিভিন্নভাবে সহায়তা করছে। বিশ্বের বিভিন্ন শহরে জনস্বাস্থ্য রক্ষা ও অসংক্রামক রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রম বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। এ অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেন তিনি।

Scroll to Top