পেনশন হিসাবে এক লক্ষ টাকা পান মমতা, তার উপর..নিজেই জানালেন বেতন না নেওয়ার কারণ

পেনশন হিসাবে এক লক্ষ টাকা পান মমতা, তার উপর..নিজেই জানালেন বেতন না নেওয়ার কারণ

কলকাতা: বৃহস্পতিবার বেশ ঘটনাবহুলই ছিল রাজ্য বিধানসভার অধিবেশন৷ এদিন ‘পশ্চিমবঙ্গ দিবস’ এবং রাজ্য সঙ্গীত নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ হয় বিধানসভায়৷ পাশাপাশি, পুজোর আগে রাজ্যের বিধায়ক-মন্ত্রীদের বেতন এবং ভাতা বাড়ানো নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তবে পাশাপাশি জানান, আগের মতোই এখনও বিধায়ক ও মন্ত্রী হিসাবে এক পয়সাও নেবেন না তিনি৷

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পরে নিজের ঘরে ঘরোয়া আলোচনায় মমতা জানিয়েছেন, তিনি প্রাক্তন সাংসদ হিসাবে পেনশন বাবদ এক লক্ষ টাকা পান। এ ছাড়াও, বিধায়ক হিসাবেও বেতন পান। কিন্তু, সেই বেতন তিনি নেন না। এছাড়াও, তিনি জানিয়েছেন, তাঁর বই বিক্রির স্বত্ব বাবদ যে টাকা তিনি পান, তা দিয়ে তাঁর চলে যায়।

আরও পড়ুন: ১লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’, ঠিক হয়ে গেল রাজ্য সঙ্গীতও! মমতা বললেন, ‘সমর্থন না করলে কিছু এসে যায় না’

এদিন বিধানসভায় মন্ত্রী-বিধায়কদের বেতনবৃদ্ধির কথা ঘোষণা করার আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’’

পেনশন হিসাবে এক লক্ষ টাকা পান মমতা, তার উপর..নিজেই জানালেন বেতন না নেওয়ার কারণ

মূলত তিন স্তরে বেতন বৃদ্ধি করা হয়েছে বিধায়ক-মন্ত্রীদের৷ বিধায়কদের মোট ভাতা-সহ বেতন ছিল ৮১,০০০ টাকা৷ তা বেড়ে হয়েছে ১,২১,০০০ টাকা। প্রতি মন্ত্রীদের মোট ভাতা-সহ বেতন
ছিল ১,০৯,৯০০ টাকা৷ তা বেড়ে দাঁড়াল ১,৪৯,৯০০ টাকা। পূর্ণ মন্ত্রীদের মোট ভাতা-সহ বেতন ছিল ১,১০,০০০ টাকা, যা বেড়ে হল ১,৫০,০০০ টাকা।

আরও পড়ুন: ‘রাজ্যপাল সই না করলে কী করে আটকায় দেখব..’ পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মমতা

এরই মধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, সকলের বেতন বাড়ল, শুধু মুখ্যমন্ত্রী নিজে নিলেন না, এ কেমন করে হয়! তিনি বলেন, “আপনি বেতন নেন না, সেটা আপনার মহানুভবতা। কিন্তু সংশোধনটা আপনার ক্ষেত্রে হলেও ভাল হত। অন্তত খাতায়-কলমে। নইলে ঠিক দেখায় না।” হাত তুলে নমস্কার করে সেই প্রস্তাব খারিজ করে দেন মমতা।

Published by:Satabdi Adhikary

First published:

Tags: Mamata Banerjee

Scroll to Top