এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের ২০২৫-২০২৭ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে।
পরিচালক পদে জয়লাভ করেছেন মুজিবুর রহমান ইমন, মো. ইসমাইল মোল্লা, হাজী বদরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ কাইয়ুম, এএনএম শামছুল করিম, মো. দিদার হোসেন, আবুল ফজল মোহাম্মদ ইউনুস, মো. আসাদুর রহমান, এবিএম মাহবুব হাসান, মো. মতিউর রহমান।
এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার ওয়াদুদ চৌধুরী নবনির্বাচিত পরিচালকদের অভিনন্দন জ্ঞাপন করে জাতিসংঘের পরিবেশ রক্ষার অনুদান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে ফান্ড সংগ্রহ করে সাধারণ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
