পেঙ্গুইন গুনতে জনবল নিয়োগ

পেঙ্গুইন গুনতে জনবল নিয়োগ

পেঙ্গুইন ডাকঘরে নিয়োগ পাবেন তিনজন। তবে তাঁদের পদগুলো স্থায়ী নয়। চলতি বছরের নভেম্বর থেকে ২০২৫ সালে মার্চ পর্যন্ত চুক্তি ভিত্তিতে কাজ করবেন তাঁরা। কাজের মধ্যে রয়েছে—ডাকঘরের চিঠিপত্রগুলো বিলি করা, স্ট্যাম্প বিক্রি, উপহার সরঞ্জামের ছোট একটি দোকান চালানো ও পেঙ্গুইন গুনে রাখা। পোর্ট লকরয় অঞ্চলে প্রায় দেড় হাজার পেঙ্গুইন রয়েছে।

প্রত্যন্ত অঞ্চলে হলেও ডাকঘরটি কিন্তু বেশ ব্যস্ত। বছরে সর্বোচ্চ ৮০ হাজার চিঠি বিলি করা হয় সেখান থেকে। এর বেশির ভাগই পাঠান বিভিন্ন প্রমোদতরির যাত্রীরা। দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল চলে, তখন সেখানে বিভিন্ন প্রমোদতরির আনাগোনা দেখা যায়।

Scroll to Top