বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষ্যে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ছবি ‘বেবি জন’। ছবিটি দক্ষিণী সিনেমা ‘থেরি’র রিমেক। তবে বক্স অফিসে বিজয় থালাপতির ‘থেরি’র মত যেন জমলো না এই সিনেমা।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ‘বেবি জন’ এর আয় দাঁড়িয়েছে মাত্র ১২ কোটি রুপি। যেখানে মুক্তির ২১ তম দিনে গিয়েও দাপট দেখাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। জানা গেছে, শুধুমাত্র ভারতেই ১১১০ কোটির নেট মার্ক অতিক্রম করেছে এই ছবিটি।
এদিকে ছুটির দিনে মুক্তি, এত ভালো স্টার কাস্ট থাকা সত্ত্বেও সেভাবে দর্শক মনে জায়গা করতে পারল না ‘বেবি জন’। যা নিঃসন্দেহে হতাশাজনক।
বিগত কয়েক বছরে দক্ষিণী সিনেমার মতো দর্শক টানতে পারছে না বলিউডের সিনেমা। চলতি বছরে কোনো হিন্দি ছবিই পারেনি ৫০০ কোটির ঘরে যেতে। কিন্তু তারপরেও ‘বেবি জন’ ছবির নির্মাতারা এই ছবি ঘিরে অত্যন্ত আশাবাদী। কারণ, এই ছবির গল্প, স্টার কাস্ট, আর মিউজিক দর্শককে মনোরঞ্জন করবে বলে মনে করেন নির্মাতারা।
২০২২ সালে বরুণের ‘ভেড়িয়া’ মুক্তি পেয়েছিল। প্রায় দুই বছর পর আবার তার ছবি বড় পর্দায় মুক্তি পেল। তবে এর আগে বরুণকে বড় পর্দায় অ্যাকশন হিরো হিসেবে দেখেননি সিনেমাপ্রেমীরা।
‘বেবি জন’ ছবিতে পুরোদস্তুর অ্যাকশন নায়ক হিসেবে এসেছেন তিনি। কিছুদিন আগে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বরুণ অভিনীত ‘সিটাডেল হানি বানি’ ওয়েবসিরিজ। এই সিরিজে বরুণ তার অ্যাকশন প্রতিভার অনেকটাই ঝলক দেখিয়েছেন।- বলিউড মুভি রিভিউজ