‘পুষ্পা টু’তে সামান্থার জায়গা নিচ্ছেন শ্রীলীলা? | চ্যানেল আই অনলাইন

‘পুষ্পা টু’তে সামান্থার জায়গা নিচ্ছেন শ্রীলীলা? | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

২০২১ সালে মুক্তি পাওয়া দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’  সিনেমার ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে মাত্র তিন মিনিট নেচেই পর্দা কাঁপিয়েছিলেন ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যার পর থেকেই বেশ আলোচনায় রয়েছেন দক্ষিণী এই সুন্দরী।

সকলেই অপেক্ষায় ছিলেন ‘পুষ্পা’র মত এর দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা টু’তেও সামান্থাকে নতুনভাবে দেখার জন্য। তবে তা আর সম্ভব হচ্ছে না। কেননা আগেই জানা গেছে, ‘পুষ্পা টু’ ছবিতে আইটেম গানে নাচার প্রস্তাব ফিরিয়েছেন এই অভিনেত্রী। তবে এবার জানা গেল, সামান্থার স্থানে জায়গা নিচ্ছেন তেলেগু উঠতি অভিনেত্রী শ্রীলীলা।

Bkash

যদিও ‘পুষ্পা টু’ এর আইটেম গানে শ্রীলীলার চুক্তিবদ্ধ হওয়া নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোন ঘোষণা দেননি ছবিরে নির্মাতা সুকুমার। তবে এরই মাঝে সূত্রের খবরে গুঞ্জন উঠেছে এই আইটেম গানের জন্য ২ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হবে এই অভিনেত্রীকে।

শ্রীলীলাকে এর আগে মহেশ বাবুর ছবি ‘গুন্তুর করম’ এর একটি আইটেম গানেও দেখা গিয়েছিল। যার পর থেকেই মূলত ‘পুষ্পা টু’ এর আইটেম গানে শ্রীলীলার চুক্তিবদ্ধ হওয়ার গুঞ্জন ভাসছে।

Reneta June

শেষ থেকে শুরু হয়েছে ‘পুষ্পা টু’ ছবির শুটিং। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছিল গেল বছরের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির অন্যতম একটি। বক্স অফিসে ৩৭৫ কোটির ব্যবসা করেছিল ছবিটি। সেই জনপ্রিয়তার কথা মাথা রেখেই ছবিটির সিক্যুয়েল তৈরির কথা ভেবেছিলেন নির্মাতারা। যা প্রথম পর্বের তুলনায় অনেক বেশি চমকপ্রদ হবে বলেও দাবি করেছেন ছবিটির পুরো টিম।

আল্লু অর্জুন ছাড়াও ‘পুষ্পা টু’তে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা আছে ছবিটির।

সূত্র: ওটিটি প্লে

Scroll to Top