অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম বলেছেন, দেশে পুলিশের সংখ্যায় কোন ঘাটতি নেই, তবে তাদের মনোবলের অভাব আছে।
শনিবার (২৬ জানুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও কারাগারের হট লাইন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ৭০০ জন এখনও ধরা পড়েনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে যারা আবার অপরাধে যুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।