<![CDATA[
সাভারে মো. নাজমুল নামের এক রিকশাচালককে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা জেলা ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক মো. হেলালের বিরুদ্ধে।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় প্রতিবাদে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ রিকশাচালক ও স্থানীয়রা। পরে নাজমুল নামে ওই রিকশাচালককে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে অটোরিকশা চালককে মারধর
আলতাফ হোসেন নামে এক রিকশাচালক বলেন, বিকেলে নাজমুলের রিকশা জব্দ করেন হাইওয়ে পুলিশের কর্মকর্তা হেলাল। এ সময় ওই পুলিশের সঙ্গে নাজমুলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতে থাকা ওয়ারলেস সেট দিয়ে নাজমুলের মাথায় আঘাত করেন ওই পুলিশ। এতে রিকশাচালক রক্তাক্ত হলে আশপাশের লোকজন ও রিকশাচালকরা এগিয়ে আসেন। পরে তারা বলিভদ্র এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আরও পড়ুন: পাওনা টাকা না পেয়ে রিকশাচালককে গাছে বেঁধে মারধর
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হাকিম বলেন, ঘটনা ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা আর ব্যাটারিচালিত রিকশা চালকের মধ্যে। রিকশা চালকরা বিকেল ৫টার দিকে বলিভদ্র এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
]]>