পুলিশের আরও ৪ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি | চ্যানেল আই অনলাইন

পুলিশের আরও ৪ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মামলার এজাহারভুক্ত আরও চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়টির জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাইদ সই করা এক আদেশে এই অনুমতি দেওয়া হয়।

GOVT

এর আগে তিন ধাপে ২৬ জনকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়।

গ্রেপ্তারের অনুমতি দেওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

এদের মধ্যে শাহেন শাহ্ ডিবি হেফাজতে রয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শাহেন শাহ্ ও হাসান আরাফাত দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন।

এছাড়া জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং রফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন।

Chokroanimation

Scroll to Top