পুরুষের সঙ্গে নারী শ্রমিকেরা মাঠে কাজ করেন। কিন্তু মজুরির বেলায় নারী শ্রমিকেরা বৈষম্যের শিকার হচ্ছেন। কাজ সমান করলেও নারীদের পারিশ্রমিক কম দেওয়া নিয়ে বহু বছর ধরেই অসন্তোষ রয়ে গেছে।
রংপুরের বিভিন্ন উপজেলায় এমন বৈষম্য দেখা যায়। মজুরি বৈষম্যের শিকার নারী শ্রমিকেরা এর প্রতিকার চেয়েছেন।
গত ৩০ নভেম্বর থেকে গতকাল ৭ ডিসেম্বর পর্যন্ত আট দিনে রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচড়া, পীরগাছা ও রংপুর সদর উপজেলার বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, চলতি মৌসুমে আলু চাষের ধুম পড়েছে। মাঠে এই আলু লাগানোর কাজে নারী শ্রমিকদের সংখ্যা বেশি। এর কারণ হিসেবে জানা গেল, নারী শ্রমিকদের মজুরি কম, আলু কেটে জমিতে দ্রুত লাগানোয় পুরুষের চেয়ে পারদর্শিতা নারীদের বেশি।
নারী শ্রমিকদের অভিযোগ, তাঁদের প্রত্যেককে দিনমজুরি হিসেবে ১৮০ থেকে ২০০ টাকা দিয়ে খাটানো হচ্ছে। অথচ একই কাজ করে পুরুষ শ্রমিকেরা মজুরি পাচ্ছেন ৬০০ টাকা।