Last Updated:
এই প্রথম শুরু হল মহিলা নাট্যোৎসব। এই নাট্য উৎসবে সব নাটকেই অভিনয়ে থাকছেন কেবলমাত্র মহিলারাই।

চলছে মহিলাদের নাটক
দক্ষিণ ২৪ পরগনা: বর্ষা মরশুমে, জয়নগরে মেয়েদের নাটকের আসর। আর তাই দেখতেই উৎসুক নাট্যপ্রেমিরা ভিড় জমাচ্ছেন নাটকের আনন্দে মেতে উঠেছে জয়নগরের নাট্যপ্রেমীরা। জয়নগরে এই প্রথম শুরু হল মহিলা নাট্যোৎসব। এই নাট্য উৎসবে সব নাটকেই অভিনয়ে থাকছেন কেবলমাত্র মহিলারাই।
দুদিন ব্যাপী এই নাট্য উৎসবে কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনার মোট পাঁচটি দল জয়নগর রূপ ও অরূপ মঞ্চে তাদের নাটক পরিবেশন করবে। দক্ষিণ বারাসাত স্টুডেন্টস এন্ড ইউথ কালচারাল ফোরাম এর রুবি জয়ন্তী, অর্থাৎ ৪০ তম বর্ষ উদযাপনের পঞ্চম পর্বে এক মহিলা নাট্যোৎসব এর আয়োজন করা হয়েছে। বিশিষ্ট নাট্যকার, অভিনেত্রী, নাট্যকর্মী এবং নাট্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে সংগীত, আবৃত্তি ,নাট্য বিষয়ক আলোচনা, সম্মাননা প্রদানের মধ্য দিয়ে এই নাট্য উৎসবের শুভ সূচনা হয়। এদিনের প্রথম নাটক ছিল কলকাতার ‘সংগীতা’-র একক অভিনয় শীতলপাটি। এরপরই “অসমাপ্ত” নাটকটি পরিবেশন করে দক্ষিণ বারাসাত ফোরামের মহিলা নাট্যগোষ্ঠী।
এটি আর পাঁচটা নাট্যোৎসবের মত নয়। আমাদের এই নাট্যোৎসবের উদ্দেশ্য হল প্রতিটি নাট্যদলের মধ্যে মেলবন্ধন তৈরি করা। গ্রামের মানুষকে নাটক উপহার দিতে পেরে খুশি উদ্যোগী সংস্থার সদস্যরা। সন্ধ্যায় নাটক দেখতে এলাকার মানুষের ভিড় জমছে সেই কারণেই এমন ভাবনার।
সুমন সাহা
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 28, 2025 5:36 PM IST
পুরুষদের নামগন্ধ নেই…! এবার মহিলারাই করে দেখাল নতুন কিছু, জেলায় প্রথম মহিলা পরিচালিত বিরাট নাট্যোৎসব