পুরান পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন

পুরান পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর পুরান পল্টন এলাকায় সাব্বির টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনের উপরের তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

শনিবার (৩ মে) রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, রাত ৮টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায়। পরবর্তীতে একে একে আরও ৬টি ইউনিট যোগ হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Scroll to Top