পুরনোদের উপরই আস্থা রাখছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স – Allrounder BD

পুরনোদের উপরই আস্থা রাখছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স – Allrounder BD

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রায় সব ফ্র্যাঞ্চাইজিগুলো উঠতি তারকাদের দলে ভেড়ানোর চেষ্টা করলেও, পুরাতনদের উপরেই আস্থা রাখছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারই ধারাবাহিকতায় গতবারের দুই বিদেশি তারকা মোহাম্মদ রিজওয়ান ও সুনীল নারিনকে রেখে দিয়েছে তারা। ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ।

নারিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বর্তমানে হটকেক। ক্যারিবিয়ান এই তারকাকে পেতে মুখিয়ে থাকে দলগুলো। গত মৌসুমেও বিপিএলে ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলেছিলেন নারিন। চার ম্যাচের মধ্যে তিন ইনিংসে ১৯ গড়ে করেছিলেন ৫৭ রান। তবে স্ট্রাইকরেট ছিল চোখে পড়ার মত, ২১৯.২৩। বোলিংয়ে চার ইনিংসে ৫.৭৩ ইকোনমিতে নিয়েছিলেন ৪ উইকেট। এবারও তার উপরেই ভরসা করেছে কুমিল্লা টিম ম্যানেজমেন্ট।

আবারও কুমিল্লার জার্সিতে খেলবেন রিজওয়ান

ফ্র্যাঞ্চাইজিটি পাকিস্তানি উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকেও ধরে রেখেছে। আগের আসরেও কুমিল্লার জার্সিতে খেলেছিলেন তিনি। ১০ ইনিংসে ৩৫১ রান করে হয়েছিলেন ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১২৬.২৫ স্ট্রাইকরেট আর ৫০.১৪ গড়ে ব্যাটিং করেছিলেন তিনি। এবারের আসরেও তাই রিজওয়ানের উপরই আস্থা রাখছে ভিক্টোরিয়ান্স।

গত আসরের দল থেকে মুস্তাফিজুর রহমান, তানভির আহমেদ ও লিটন কুমার দাশকে ধরে রেখেছে কুমিল্লা। এছাড়াও সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে নিয়েছে তারা।

আগামী ২৪ সেপ্টেম্বর হবে বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট।

Scroll to Top