এক দিনের বন্ধের পর শুক্রবার রাত থেকে পুনরায় চালু হয়েছে বিশ্বের পঞ্চম ব্যস্ততম লন্ডনের হিথ্রো বিমানবন্দর।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ২১ মার্চ রাতে এক বিবৃতিতে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিবৃতিতে উল্লেখ করা হয়, বিমানবন্দরের কর্মীবাহিনী এবং বিদ্যুৎ পরিষেবা কর্মীদের নিরলস প্রচেষ্টার ফলে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।
শুক্রবার হিথ্রো বিমানবন্দরে ১ হাজার ৩৫১টি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের কথা ছিল, যাতে প্রায় ২ লাখ ৯১ হাজার যাত্রী যাত্রার কথা ছিল। তবে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই ফ্লাইটগুলো হিথ্রোর পরিবর্তে ব্রিটেন ও ইউরোপের অন্যান্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
হিথ্রো বিমানবন্দরের শীর্ষ নির্বাহী থমাস রয়টার্সকে জানান, শুক্রবার সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হয়েছে এবং শনিবার থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। তিনি বিমানবন্দর বন্ধ থাকায় যাত্রীদের ক্ষতির জন্য ক্ষমা চেয়েছেন এবং তাদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার কারণে হিথ্রো বিমানবন্দর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে, যার ফলে ফ্লাইট পরিচালনা কার্যত অসম্ভব হয়ে পড়ে। এ ঘটনায় যাত্রী ও বিমান সংস্থাগুলো ব্যাপক ভোগান্তির শিকার হন।
প্রাথমিক তদন্তে পুলিশ নাশকতার কোনো প্রমাণ না পেলেও ফায়ার সার্ভিস বিভাগের ধারণা, সাবস্টেশনে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।