পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প

পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব তাড়াতাড়ি বৈঠকে বসবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডয়েচে ভেলে জানিয়েছে, স্থানীয় সময় (১৬ ফেব্রুয়ারি) রোববার সাংবাদিকদের ‘সৌদি আরবে দুই নেতার মধ্যে বৈঠক হবে কি না?’ এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন, কোনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে খুব তাড়াতাড়ি বৈাঠক হবে।

তার টিম রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ ও কঠিন আলোচনা চালাচ্ছে জানিয়ে ট্রাম্প বলেছেন, আমার মনে হয়, পুতিন যুদ্ধ থামাতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও যুদ্ধ বন্ধ করতে চান।

রাশিয়ার একটি সংবাদপত্র সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে আলোচনা শুরু হবে। সেখানে রাশিয়ার প্রতিনিধিরাও থাসকবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সৌদি আরবে যাচ্ছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুদ্ধবিরতির পর তিনি ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে রাজি। ব্রিটেন ও ইউরোপের সুরক্ষার জন্যই তিনি এই কাজ করতে চান।

তিনি দ্য ডেইলি টেলিগ্রাফে লিখেছেন, ইউক্রেনের নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তা ও দেশের নিরাপত্তার স্বার্থে তিনি যে কোনো ভূমিকা পালন করতে তৈরি।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা করবেন জানিয়ে তিনি বলেছেন, ইউরোপের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার একটা অভিনব দায়িত্ব যুক্তরাজ্যের আছে।

Scroll to Top