আলিপুরদুয়ার: ঘর ও বাইরে দুদিক সামলে নিজের দিকে তাকানোর সময় হচ্ছে না। এদিকে ধুলো, ময়লা জমে চুলের দফরফা পরিস্থিতি। সামনেই পুজো।পার্লার যেতে পারছেন না। এদিকে জানা নেই ঘরোয়া উপায়ে কী কী ব্যবহার করলে চুল ফিরে পাবে প্রাণ?
আরও পড়ুনঃ সিদ্ধিদাতার প্রিয় খাবার মোদক! গণেশ চতুর্থীতে বাড়িতে বানান স্পেশ্যাল এই মিষ্টি
ঘরে বসে মাত্র আধঘন্টায় হয়ে যাবে হেয়ার স্পা। তাও আবার ঘরোয়া উপকরণ দিয়েই। ভাবতে অবাক লাগছে তাই তো। ঘরোয়া উপায়ে হেয়ার স্পা করার উপায় বলে দিলেন বিউটিশিয়ান মিতালী পণ্ডিত। তিনি জানান, “মুখের যত্ন নিলেও ,চুলের যত্ন নেওয়ার কথা মনে থাকে না অধিকাংশ মহিলার।যার ফলে চুল পড়ে যাওয়া, চুলের জৌলুস হারিয়ে যাওয়ার মতো নানান সমস্যা লেগেই থাকে।ঘরে বসে নিজের চুলকে আধঘন্টা দিলেই চুল আবার উজ্জ্বলতা ফিরে পায়। মানতে হবে চারটি ধাপ।” পুজোর আগে চুলের যত্ন নিয়ে আপনিও হয়ে উঠবেন শারদ সুন্দরী।
*প্রথম ধাপ*
নারকেল তেলের সঙ্গেই ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে চুলের স্ক্যাল্পে দিতে হবে। স্ক্যাল্পে ভাল ভাবে ম্যাসাজ করতে হবে একদম হালকা হাতে।
*দ্বিতীয় ধাপ*
তেল মাখার পরবর্তী ধাপ হল স্টিমিং। অর্থাৎ মাথায় গরম ভাপ দেওয়া।স্টিম দেওয়ার জন্য, প্রথমে জল গরম করতে হবে।তারপর তাতে পরিষ্কার তোয়ালে ভিজিয়ে নিতে হবে।এবার এই গরম তোয়ালে মাথায় জড়িয়ে রাখতে হবে ৫মিনিট।
*তৃতীয় ধাপ*
এই যে তেলটি স্ক্যাল্পে বসে আছে সেটা এবার পরিষ্কার করতে হবে,তার জন্য চাই শ্যাম্পু।কম ক্ষারযুক্ত শ্যাম্পু এর জন্য ভাল।
*চতুর্থ ধাপ*
এবারে হেয়ার প্যাক দেওয়ার পালা। মধু ও টকদই দিয়েই তৈরি হয়ে যাবে হেয়ার প্যাক। ২ চামচ টকদই ও ১ চামচ মধু। লম্বা চুল হলে ৪ চামচ দই ও ২ চামচ মধু নিয়ে নিতে হবে। দই ভাল করে ফেটিয়ে এরপর এতে মধু মেশাতে হবে। ভাল করে সব মিশিয়ে প্যাকটি পুর চুলে ভাল করে লাগিয়ে মিনিট ১৫ অপেক্ষা করতে হবে। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিয়ে, তারপর কন্ডিশনার ব্যবহার করতে হবে।মাথা মুছে নিতে হবে শুকনো করে। এক্ষেত্রে হেয়ার ড্রায়ার ব্যবহার করা উচিত নয়।
Annanya Dey
Published by:Salmali Das
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2023, Hair Pack, Hair Spa, Puja fashion 2023