কিশোরগঞ্জের জেলাগঞ্জে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে মাআজ ইবনে সাইন (১৫) নামে স্থানীয় ৮ম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ।
শুক্রবার (৩০মে ) এই ঘটনা ঘটে। মাআজ পান্দিয়া চরওনা গ্রামের মোজ্জাল হোসেনের ছোট ছেলে ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।
পুলিশ জানিয়েছে, বন্ধুদের নিয়ে মাআজ ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে রেলওয়ে পুকুরে গোসল করতে গেলে নিখোঁজ হয় মাআজ। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে ডুবুরি দল মাআজের মরদেহ উদ্ধার করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলভারুল্লাহ মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে।