পিসিবির ‘হল অব ফেমে’ চার তারকা ক্রিকেটার | চ্যানেল আই অনলাইন

পিসিবির ‘হল অব ফেমে’ চার তারকা ক্রিকেটার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হল অব ফেমে’ জায়গা হলো চার কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক, মিসবাহ উল হক, মুশতাক মোহাম্মদ ও সাঈদ আনোয়ারের। ২০২১ সালে পিসিবিতে চালু হওয়া ‘হল অব ফেমে’ আরও ১০ জনের সঙ্গে যোগ দিলেন তারা।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি এই চার ক্রিকেট কিংবদন্তিকে অভিনন্দন জানাই, পিসিবি ‘হল অব ফেমে’ তারা এই জায়গা পাওয়ার দাবিদার।’

পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটারদের একজন ইনজামাম। ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ১২০ টেস্ট, ৩৭৮ ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচ। টেস্টে তার রান ৮৮৩০ এবং ওয়ানডেতে ১১ হাজার ৭৩৯ রান এসেছে এই ডানহাতির ব্যাট থেকে। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা ৩২৯ রান পাকিস্তানের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। তারচেয়ে মাত্র ৮ রান বেশি নিয়ে শীর্ষে অবস্থান হানিফ মোহাম্মদের।

২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিল আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মিসবাহ। ২০০৯ সালের আইসিসি ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন এই ক্রিকেটার। ২০১৬ সালে পাকিস্তানকে আইসিসি টেস্ট টিম র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে নিয়ে আসেন তিনি। মিসবাহ ২০১৯-২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৯-২০২০ সালে প্রধান নির্বাচকও ছিলেন।

GOVT

১৯৫৯ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন মুশতাক।। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি ইংল্যান্ডে ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছেন এবং ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে জাতীয় দলের কোচিং করিয়েছেন।

আনোয়ার ১৯৮৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন। ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতকসহ মোট ৩১টি সেঞ্চুরি এবং ৬৮টি অর্ধশতক করেছেন এই ওপেনার।

Shoroter Joba

Scroll to Top