পিটার হাসের সঙ্গে বৈঠককে ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

পিটার হাসের সঙ্গে বৈঠককে ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের সংবাদকে ‘গুজব’ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ৫ আগস্ট সকালে কক্সবাজারে একটি হোটেলে ওই বৈঠকের সংবাদ প্রকাশ হয়েছে দেশের গণমাধ্যমে।

বৈঠকের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক নিয়ে যেসব নিউজ ছড়ানো হচ্ছে তা পুরোটাই গুজব। আমরা এমন মিটিং বিষয়ে কিছুই জানি না। আমরা ঘুরতে আসছিলাম এবং হোটেলে চেক-ইন করেছি। এরকম (বৈঠক) কিছু না।’

স্থানীয় প্রশাসন সূত্রে খবরে প্রকাশ, কক্সবাজারের উখিয়ার হোটেল সী পার্লে এনসিপির শীর্ষ ৫ নেতা সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, খালেদ সাইফুল্লা সাবেক মার্কিন রাষ্ট্রদুত পিটার হাসের সাথে আলোচনায় বসেন।

Scroll to Top