‘পিটার হাসের বক্তব্য স্বাধীন গণমাধ্যমের ওপর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ’

‘পিটার হাসের বক্তব্য স্বাধীন গণমাধ্যমের ওপর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ’

‘পিটার হাসের বক্তব্য স্বাধীন গণমাধ্যমের ওপর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ’

ইকবাল সোবহান চৌধুরী।

গণমাধ্যমের ওপর ভিসানীতি ইস্যুতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্য স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বাধীন গণমাধ্যমের ওপর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ভিসানীতির নামে সংবাদমাধ্যমে মার্কিন চাপের প্রতিবাদে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, কেউ প্রভুর মতো আচরণ করতে চাইলে তা বরদাস্ত করা হবে না। ভিসা দেয়া, না দেয়া যুক্তরাষ্ট্রের এখতিয়ার। তেমনি আমাদের দেশের নির্বাচন কীভাবে হবে, সেটার এখতিয়ার জনগণের, বাইরের দেশের না।

এ সময় সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ভিসানীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। তাদের মতো করে কাজ করবে না এ দেশের গণমাধ্যম। মার্কিন ভিসানীতি দেশটির নিজেদের মুক্ত গণমাধ্যম চেতনার সাথে যায় না।

/এমএন

Scroll to Top