পিছিয়েছে ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি

পিছিয়েছে ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি

৬ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি; এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আরও জানিয়েছেন, রাজধানীতে ৬ দিন পেছানো হলেও সারাদেশে ২৪ ডিসেম্বরই গণমিছিল হবে।

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বিএনপি সংঘাত নয় বরং শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসন করতে চায়। তাছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আহ্বানের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

/এমএন

Scroll to Top