চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেইন। জমজমাট লড়াইয়ে শেষ দিকে কিছুটা চমক দেখা যাবে এমন আশা করেছিল সবাই। তবে ভিলাকে সে সুযোগ দেয়নি ডেম্বেলে-দুয়েরা। এ জয় তুলে নিজের স্কোয়াডকে বিশ্বসেরা বলছেন লুইস এনরিকে।
ভিলা পার্কে পিএসজি অ্যাস্টন ভিলাকে হারিয়েছে ৫-৪ গোলের ব্যবধানে। প্রথম লেগে পিএসজি ৩-১ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে ভিলার কাছে হেরেছে ৩-২ গোলে। দুই লেগ মিলে ৫-৪ গোলে সেমিফাইনালে উঠেছে এনরিকের শিষ্যরা।
এমন অবিশ্বাস্য ম্যাচের পর স্প্যানিশ কোচ লুইস এনরিকে বলেছেন, ‘আমি মনে করি আমার দল বিশ্বের সেরা, কেবল গোলরক্ষকই নয়। যখন আপনি পিএসজির মতো ক্লাবে থাকবেন, তখন আপনার অনেক মানসম্পন্ন খেলোয়াড় থাকবে ক্লাবে। আমি মনে করি দুটি ম্যাচেই আমরা জয়ের যোগ্য দাবিদার ছিলাম। আমি খুব খুশি কারণ, আমি আমাদের সমর্থকদের সেমিফাইনালে আরেকটি ম্যাচ উপভোগ করার সুযোগ করে দিতে পেরেছি।’
‘আমরা ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করেছিলাম, দুটি অসাধারণ গোল করেছিলাম এবং সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করছিলাম। আমাদের ভুলে গেলে চলব না এটা চ্যাম্পিয়ন্স লিগ এবং আপনাকে মেনে নিতে হবে যে বিপরীত দলটির অনেক যোগ্যতা রয়েছে। দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলা অনেক ভালো খেলেছে।’
ভিলা পার্কে ম্যাচের প্রথম গোলদাতা আশরাফ হাকিমি। তিনি বলেন, ‘আমি মনে করি এখন সত্যিই আমরা আত্মবিশ্বাসী। আমরা আবার সেমিফাইনালে উঠেছি এবং আমরা দেখাতে চাই পিএসজি একটি বড় দল, একটি বড় ক্লাব এবং আমরা যতটা সম্ভব শিরোপার জন্য লড়াই করতে চাই।’
লিগ ওয়ানে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও এখনও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেনি পিএসজি। সেমিফাইনালে দলটির প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ অথবা আর্সেনাল। রাত একটায় শুরু হওয়া খেলার মাধ্যমে সেটি নির্ধারণ হবে।