মাসখানেক ধরে আলোচনায় জিয়ানলুইজি দোন্নারুমা ও পিএসজির সম্পর্কের শেষ আসন্ন। আলোচনা যেন বাস্তবের পথে! ইতালিয়ান গোলরক্ষককে ছেড়ে দিতে মন ঠিক করে ফেলেছে ক্লাবটি। চুক্তির মেয়াদ আরও একবছর আছে। ফরাসি জায়ান্টদের মতিগতি, এরমাঝেই দোন্নারুমা নতুন ঠিকানা খুঁজে নিলে আপত্তি নেই। তবুও চাহিদামতো বেতন বাড়ানোও হবে না।
বুধবার ইতালিতে উয়েফা সুপার কাপে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলবে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি। কোচ লুইস এনরিকে দলে রাখেননি দোন্নারুমার নাম। এটি একমাত্র পদক্ষেপ নয়, তাকে একাধিক প্রশিক্ষণ সেশন থেকেও দূরে রাখা হয়েছে।
ইতিমধ্যে দোন্নারুমার পরিবর্তে ২৩ বর্ষী ফরাসি গোলরক্ষক লুকাস শেভালিয়ারকে ৪০ মিলিয়ন ইউরোয় (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫৯ কোটি) দলে নিয়েছে পিএসজি। দোন্নারুমা আগে বেতন কাঠামো বাড়াতে চাইলেও নাকচ করে দেয় ক্লাবটি।
ফরাসি গণমাধ্যম বলছে, পিএসজি ২০-৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাচ্ছে ২৬ বর্ষী গোলরক্ষকের জন্য। তার চুক্তির মেয়াদ আছে ২০২৬ সালের জুন পর্যন্ত, এরমধ্যে যদি কোন ক্লাব কিনতে আগ্রহী না হয়, তাহলে ২০২৬ সালের জুনের পর ফ্রি এজেন্টে হয়ে দল ছাড়বেন দোন্নারুমা।
ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং ম্যানচেস্টার সিটির নাম শোনা গেলেও এপর্যন্ত কোন আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। ইউনাইটেড বেশ আগে থেকেই দোন্নারুমাকে নজরে রেখেছে। প্রিমিয়ার লিগ তার সম্ভাব্য গন্তব্য, কারণ ইতালিতে কোন ক্লাব বছরে ১২ মিলিয়ন ইউরো বেতন দিতে প্রস্তুত নয়, এমন খবরও আসছে।
পিএসজি জানিয়েছে, দোন্নারুমা কোন ক্লাবে যাবেন বা তার ভবিষ্যৎ কোথায় হবে, সেটি তিনিই নির্ধারণ করতে পারবেন।