পিএসএলে না খেলেই দেশে ফিরছেন লিটন

পিএসএলে না খেলেই দেশে ফিরছেন লিটন

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৫ ১১:৫৯ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১২:৩১

কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন লিটন

করাচি কিংসের হয়ে পিএসএলে খেলতে কিছুদিন আগেই পাকিস্তানে উড়াল দিয়েছিলেন তিনি। তবে মাঠে নামার আগেই শেষ হয়ে গেল লিটন দাসের টুর্নামেন্ট। আঙ্গুলে চোট পাওয়ায় কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন এই উইকেটকিপার ব্যাটার।

‘রোমাঞ্চকর সময়ের অপেক্ষায়’, এমন ক্যাপশন দিয়ে পাকিস্তানের উদ্দেশে যাত্রার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন লিটন। পাকিস্তানে পৌঁছানোর পর করাচি কিংসের থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনার ছবিও দেখা গেছে তার ফেসবুকে।

পিএসএলে অবশ্য মাঠেই নামা হলো না লিটনের। আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিটন জানিয়েছেন, কোনো ম্যাচ না খেলেই ফিরে আসছেন তিনি, ‘করাচির কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।’

দেশে ফিরলেও করাচিকে শুভকামনা জানাতে ভোলেননি লিটন, ‘আমি দেশে ফিরে আসছি। আপনাদের দোয়া ও ভালোবাসা চাচ্ছি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। আমার দল করাচি কিংসের জন্য অনেক শুভকামনা।’

জানা গেছেন, আঙ্গুলে চিড় ধরা পড়ায় কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে লিটনকে। প্রথমবারের মতো পিএসএলে খেলার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন লিটন, নিয়েছিলেন বিসিবির ছাড়পত্রও।

সারাবাংলা/এফএম

পিএসএল ২০২৫
লিটন দাস

Scroll to Top