ইতিহাস গড়লেন লিভারপুল তারকা মোহাম্মেদ সালাহ। প্রথম খেলোয়াড় হিসেবে তিনবার প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা পুরস্কার জিতলেন মিশরীয় ফরোয়ার্ড। আগে ক্রিস্টিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি ও গ্যারেথ বেলসহ সাতজন দুবার করে সম্মাননাটি পেয়েছিলেন।
ম্যানচেস্টারে মঙ্গলবার পুরস্কার তুলে দেয়া হয় সালাহকে। ২০১৮ ও ২০২২ সালে পুরস্কারটির জন্য তিনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। প্রতিক্রিয়ায় ৩৩ বর্ষী সালাহ বলেছেন, ‘নিজের দিকে তাকালাম এখন, মিশর থেকে এসে এক ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে আজ ইতিহাস গড়ল। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।’
ছয়জনের সংক্ষিপ্ত তালিকা থেকে তিনি সেরা হয়েছেন। যেখানে সালাহর প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্লাব সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, চেলসির কোল পালমার, ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেজ, আর্সেনালের ডেক্লান রাইস ও নিউক্যাসলের আলেক্সান্ডার ইসাক।
গত মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অভিযানে সালাহ করেন ২৯ গোল। নতুন মৌসুমের প্রথম ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে গোল করায় প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭, যা তাকে সর্বকালের তালিকায় চতুর্থ স্থানে নিয়ে গেছে অ্যান্ডি কোলের সঙ্গে যৌথভাবে।