পার্মার ১৮ বর্ষী বিস্ময়বালককে আনতে চাচ্ছে লিভারপুল | চ্যানেল আই অনলাইন

পার্মার ১৮ বর্ষী বিস্ময়বালককে আনতে চাচ্ছে লিভারপুল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইতালিয়ান ক্লাব পার্মার ডিফেন্ডার জিয়োভান্নি লিওনিকে দলে টানতে চাচ্ছে ইংলিশ ক্লাব লিভারপুল। ইতালির অনূর্ধ-১৯ জাতীয় দলের রক্ষণে ৭ ম্যাচে আলো ছড়ানো জিওভান্নির উপর চোখ আছে দেশটির আরও তিন ক্লাবের। আগ্রহ দেখাচ্ছে এসি মিলান, ইন্টার মিলান ও জুভেন্টাস।

সেন্টার ও রাইটব্যাক, দুই পজিশনেই খেলতে পারেন জিওভান্নি। ইতালির সিরি আ-তে ১৭ ম্যাচ খেলেছেন বিস্ময়বালক জিওনি। অলরেডরা জোরেই এগোচ্ছে চুক্তির দিকে।

এসবের আগে ইন্টার মিলানে জিওভান্নি জায়গা পাকাপোক্ত করবেন বলে জানিয়েছেন। লিভারপুল যদি চুক্তিতে আগ্রহ দেখায় তাহলেই কেবল ইংল্যান্ডে পাড়ি জমাবেন।

গ্রীষ্মের দলবদলে অলরেড ডেরায় নতুন মুখ এসেছে অনেক। প্রাক মৌসুম শুরুর আগেই তারা চুক্তি সেরেছে ফ্লোরিন রিটজ, জেরেমি ফ্রিমপঙ, মিলোজ ক্রেজ, হুগো একিতিকের সাথে।

জার্মানির ক্লাব ফ্রাঙ্কফুর্টের স্ট্রাইকার হুগো একিতিকে লিভারপুলে আনতে ৭৯ মিলিয়ন খরচ করেছে অলরেডরা। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে ৩০০ মিলিয়ন ইউরো।

Scroll to Top