এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চট্টগ্রাম থেকে: পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে এসে অনুশীলন বয়কট করেছিল দুর্বার রাজশাহী। ম্যাচ না খেলার হুমকিও দেয়া হয়েছিল। বিসিবি সভাপতির হস্তক্ষেপে সমাধানের পথ পায় বিষয়টি। বৃহস্পতিবার রাজশাহী অনুশলীন করলেও পারিশ্রমিকের জন্য অপেক্ষা করতে হয় সন্ধ্যার পর পর্যন্ত। ২৫ শতাংশ প্রাপ্তি বুঝে পেয়ে শুক্রবার মাঠে নেমেছে দলটি। নাটকীয়তা শেষে মাঠে নেমে জয়েও ফিরল এনামুল হক বিজয়ের দল।
সিলেটপর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রেকর্ড ১৪৯ রানে হেরেছিল রাজশাহী। চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে তারা। আসরে রাজশাহীর ৭ ম্যাচে তৃতীয় জয়। সিলেট ৭ ম্যাচে পঞ্চম হার দেখল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে রাজশাহী। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৮৪ রান করে বিজয়ের দল। জবাবে ১৭.৩ ওভারে ১১৯ রানে থামে সিলেটের ইনিংস।
আগে ব্যাটে নামা রাজশাহীর হয়ে ভালো করেন রায়ার্ন বুর্ল ও বিজয়। এক চার ও চার ছক্কায় ২৭ বলে ৪১ রান করেন রায়ান। তিন চার ও দুই ছক্কায় ২২ বলে ৩২ রান করেন বিজয়। জিসান আলম ১৮ বলে ২০ রান, মোহাম্মদ হারিস ১৪ বলে ১৯ রান, ইয়াসির আলি রাব্বি ১০ বলে ১৯ রান এবং আকবর আলী ১৫ বলে ১৪ রান করেন। শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী ৬ বলে ১২ রান করেন।
সিলেটের হয়ে রুয়েল মিয়া ৩ উইকেট নেন। নিহাদুজ্জামান ও নাহিদুল ইসলাম নেন দুটি করে উইকেট।
জবাবে ব্যাটারদের ব্যর্থতা দেখেছে সিলেট। কেবল তিন ব্যাটার দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। জাকির হাসান চারটি চার ও দুই ছক্কায় ২৮ বলে ৩৯ রান করেন। তিন ছক্কায় ২০ বলে ৩১ রান করেন জাকের আলী অনিক। জর্জ মুন্সে ২২ বলে ২০ রান করেন।
রাজশাহী বোলারদের মধ্যে সানজামুল ইসলাম ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও আফতাব আলম।