পাবনায় ট্রাকচাপায় নিহত ৩, আহত ৫ | চ্যানেল আই অনলাইন

পাবনায় ট্রাকচাপায় নিহত ৩, আহত ৫ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাবনার সাঁথিয়া উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ২৭ ডিসেম্বর বুধবার ভোরে পাবনা-সাঁথিয়া সড়কের নন্দধপুরের রাঙামাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধনি (৫৫), খাইরুল ইসলাম খোকন (৩৫) ও রাসেল (২৮)। নিহত ও আহতদের বিস্তারিত নাম-ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুল লতিফ জানান, ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল এবং নসিমন সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং ৫জন আহত হন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

GOVT

Shoroter Joba

Scroll to Top