পাচার চক্র: মায়ের গর্ভেই শিশু বিক্রির চাঞ্চল্যকর তথ্য ফাঁস | চ্যানেল আই অনলাইন

পাচার চক্র: মায়ের গর্ভেই শিশু বিক্রির চাঞ্চল্যকর তথ্য ফাঁস | চ্যানেল আই অনলাইন

ইন্দোনেশিয়ায় একটি আন্তর্জাতিক শিশুপাচার চক্রের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ, যারা ২০২৩ সাল থেকে অন্তত ২৫টি শিশু সিঙ্গাপুরে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। এই শিশুদের অনেককেই মায়ের গর্ভেই ‘রিজার্ভ’ করা হয়েছে এবং জন্মের পর ডেলিভারি খরচের সাথে কিছু টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চক্রটি ইন্দোনেশিয়ার পন্টিয়ানাক এবং ট্যাঙ্গেরাং শহরে সক্রিয় ছিল। চলতি সপ্তাহে অভিযান চালিয়ে চক্রটির সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাচারের আগ মুহূর্তে ছয় শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সকল শিশুর বয়স এক বছরের আশেপাশে।

পুলিশ জানিয়েছে, পাচারের আগে শিশুদের পন্টিয়ানাকে রাখা হতো, সেখান থেকে তাদের ভুয়া জন্মসনদ ও পাসপোর্ট তৈরি করে সিঙ্গাপুরে পাঠানো হতো। চক্রটির সদস্যরা মূলত দরিদ্র বা সন্তান রাখতে অনিচ্ছুক মা-বাবাকে টার্গেট করত। ফেসবুকের মাধ্যমে যোগাযোগ শুরু করে পরে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য ব্যক্তিগত মাধ্যমে আলোচনা চলত।

চক্রের মধ্যে কেউ ছিল শিশু সংগ্রহকারী, কেউ ছিল দেখাশোনার দায়িত্বে, আবার কেউ ছিল নকল সিভিল ডকুমেন্ট তৈরির কাজে। চক্রটি একেকটি শিশুকে প্রায় ৬৭০ মার্কিন ডলার বা ৫০০ ব্রিটিশ পাউন্ডে বিক্রি করত। বেশিরভাগ শিশুই পশ্চিম জাভা প্রদেশের বিভিন্ন জেলা ও শহর থেকে আনা হয়েছিল।

পুলিশ জানায়, এই শিশুদের অপহরণ করা হয়নি বরং বাবা-মা নিজেরাই আর্থিক চাপে পড়ে শিশুদের বিক্রি করতে সম্মত হয়েছেন। তবে, চুক্তির টাকা না পেয়ে কেউ কেউ পরে অপহরণের অভিযোগ করেছেন। যদি প্রমাণ পাওয়া যায় যে বাবা-মা চুক্তিতে রাজি ছিলেন, তবে তারাও মানবপাচার ও শিশু সুরক্ষা আইনে অভিযুক্ত হতে পারেন।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে, চক্রটি ১২ জন ছেলে ও ১৩ জন মেয়ে শিশুকে দেশ-বিদেশে বিক্রি করেছে। পুলিশ এখন সিঙ্গাপুরে শিশুদের দত্তক নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে। চক্রের আরও সদস্য ও বিদেশি ক্রেতাদের খুঁজতে ইন্টারপোল ও সিঙ্গাপুর পুলিশের সহায়তা চেয়েছে ইন্দোনেশিয়া।

Scroll to Top