এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নভেম্বরের শুরুতে ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে তিন ওয়ানডের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফিরেছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।
সোমবার ১৪ সদস্যের দল দিয়েছে সিএ। পিতৃত্বকালীন ছুটিতে আছেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। নেই অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের মতো তারকাও।
প্রায় একবছর পর ওয়ানডেতে কামিন্স ফিরলেন অধিনায়ক হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হয়েও তিনি সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের ১৯ নভেম্বর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবছর তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারতকে হারিয়ে।
ক্যামেরন গ্রিন ছিটকে গেছেন মৌসুমের বাকি অংশ থেকেই। পিঠের চোটে পড়ায় অস্ত্রোপচার প্রয়োজন। পাকিস্তান সিরিজের দল থেকে ক্যারি কেন বাদ পড়লেন সেটা খোলাসা করা হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে তিনি দুর্দান্ত খেলেছেন। ক্যারি না থাকায় দলে একমাত্র উইকেটরক্ষক ব্যাটার জশ ইঙ্গলিস।
কামিন্সের মতো মার্কাস স্টয়নিসও ওয়ানডেতে ফিরেছেন প্রায় একবছর পর। স্টয়নিস সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ওয়ানডে দলে ফিরেছেন ৯ মাস পর। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছে ম্যাকগার্কের। ওয়ানডেতে কেবল ২ ম্যাচ খেলেছেন তিনি।
নভেম্বরের ৪, ৮ ও ১০ তারিখে মাঠের গড়াবে অস্ট্রেলিয়া-পাকিস্তানের তিনটি ওয়ানডে ম্যাচ।
অস্ট্রেলিয়া ওয়ানডে দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইঙ্গলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।