শারজাহতে এশিয়া কাপের ম্যাচে আফগান সমর্থকদের আগ্রাসন; এ যেন এক মর্মান্তিক অভিজ্ঞতার জন্ম দিয়েছে। পাকিস্তানের জয়ের পরে আফগান সমর্থকরা স্টেডিয়াম ভাঙচুর করে, চেয়ার খুলে পাকিস্তানি সমর্থকদের দিকে ছুড়ে মারে। রীতিমতো তুলকালাম কান্ড ঘটে যায় গতরাতে। ক্রিকেট মাঠে আফগানিস্তানের এমন আচরণে এবার কঠোর অবস্থানে পাকিস্তান।
আফগানিস্তান হারতেই পাক সমর্থকদের উপর চড়াও হন সে দেশের সমর্থকরা। শারজাহর গ্যালারির চেয়ার উপড়ে ফেলে পাক সমর্থকদের দিকে ছুড়ছেন। ছোড়া হয় পানির বোতলও। চেয়ার দিয়ে মারতেও দেখা যায় আফগান সমর্থকদের। মাঠের বাইরেও দুই দেশের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই সব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন এই ঘটনার জন্য পাকিস্তান আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে।
‘ক্রিকেটে কোনো গুণ্ডামি মেনে নেওয়া যায় না। আফগানিস্তানের দর্শকরা পাকিস্তানি ক্রিকেট ভক্তদের শারীরিকভাবে মারধরের বিষয়ে পিসিবি আইসিসিকে চিঠি দেবে। দৃশ্যগুলো খুবই বিরক্তিকর! আমরা আমাদের ক্রিকেট ভক্তদের পাশাপাশি খেলোয়াড়দের জীবনও ঝুঁকিতে ফেলতে পারি না।’
‘এ ধরনের আচরণ দেখে মন খারাপ হয়েছে। এটা এমন কিছু যা ক্রিকেটের দরকার নেই। জয়-পরাজয় খেলার অংশ কিন্তু আপনাকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যেকোনো কিছু ঘটতে পারত এবং আমাদের দলও বিপদে পড়তে পারত।’
আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠের লড়াই রোমাঞ্চ ছড়িয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। এর মাঝে মাঠে ঘটে যায় আরও এক কান্ড।