পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩৮ – DesheBideshe

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩৮ – DesheBideshe

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩৮ – DesheBideshe

ইসলামবাদ, ২১ নভেম্বর – পাকিস্তানের খুররাম জেলায় যাত্রীবাহী বাহনে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে।আজ বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওই গাড়িটি পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। গুলিতে আহতদের মধ্যে বেশ কয়েকজন নারীও আছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

এর আগে গত মাসেও এমন যাত্রীবাহী বাহনে গুলির ঘটনা ঘটেছিল। ওই অঞ্চলে বিভিন্ন গোষ্ঠী ও গোত্রের মধ্যে সংঘর্ষ হয়ে থাকে। এতে অনেক মানুষের প্রাণহানি ঘটে। এ ছাড়া আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় সেখানে তালেবান সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীরা হামলা চালিয়ে থাকে। স্থানীয় নেতারা বলছেন, এমন সহিংসতার কারণে প্রায়ই সেখানের মূল রাস্তা বন্ধ থাকে এবং তাদের ভোগান্তিতে পড়তে হয়। খাদ্যদ্রব্য, ওষুধ ও জ্বালানির সংকট দেখা যায় সেখানে। এ ছাড়া নিরাপত্তার কারণ দেখিয়ে থ্রিজি ও ফোরজি সার্ভিসও বন্ধ করে দেওয়ায় সেখানে পড়াশোনা ও ব্যবসার ক্ষতি হচ্ছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২১ নভেম্বর ২০২৪



Scroll to Top