পাকিস্তানে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

পাকিস্তানে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৮:১৯ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ০১:১২

বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে পাকিস্তান গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে দারুণ খেলছেন নিগার সুলতানা জ্যোতিরা। গত রোববার স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ পাকিস্তান ‘এ’ দলকে স্রেফ উড়িয়ে দিলেন নিগার সুলতানা, জান্নাতুল ফেরদাউসরা।

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৬৭ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ২৭৬ রান তুলেছিল বাংলাদেশ। পরে পাকিস্তান ‘এ’ দলকে গুটিয়ে দিয়েছে ১০৯ রানেই।

মঙ্গলবার (৮ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দশ ওভারের আগেই দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে দারুণ একটা জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা আক্তার। দলীয় ১৫৩ রানের মাথায় ফারজানা ৮৫ বলে ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলে এই জুটি ভাঙে।

নিগার সুলতানা সেঞ্চুরির দিকেই এগুচ্ছিলেন। তবে আলগা শটে শেষ পর্যস্ত কাটা পরেছেন ৭২ বলে ৭০ রান করে। ৩৭.৫ ওভারে ৪ উইকেটে বাংলাদেশের স্কোর ছিল ১৮৮। সেখান থেকে বাংলাদেশ দুইশ আশির ঘরে গেছে জান্নাতুল ফেরদৌসের ব্যাটে। শেষ দিকে মাত্র ৩৪ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন জান্নাতুল।  দিলারা করেন ২৯ রান। ৪৯.৪ ওভারে ২৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী দল।

পরে বোলিং করতে নেমেও ঝলক দেখিয়েছেন বাংলাদেশিরা। মারুফা আক্তার ও রাবেয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের দারুণ বোলিংয়ের সামনে পাকিস্তান ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেছেন দুয়া মাজিদ। আট নম্বরে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন উম-ই-হানি। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা, ফাহিমা ও রাবেয়া।

আগামীকাল থেকে মাঠে গড়াবে নারী বিশ্বকাপের বাছাই পর্ব। বাছাই পর্বে অংশ নিচ্ছে ছয়টি দল। এই ছয় দল থেকে দুই দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। বাংলাদেশ বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে, আগামী ১০ এপ্রিলে।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ নারী ক্রিকেট দল

Scroll to Top