পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত – DesheBideshe

পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত – DesheBideshe

পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত – DesheBideshe

ইসলামাবাদ, ১৫ আগস্ট – পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ নিহত হয়েছেন পাঁচজন। খারাপ আবহাওয়ার মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন নিউজ।

প্রাদেশিক সরকারের এমআই-১৭ হেলিকপ্টারটি আকস্মিক বন্যা ও ভারি বৃষ্টিপাতের কবলে পড়া বাজাউর এলাকায় ত্রাণ সরবরাহ করছিল। পথে খাইবার পাখতুনখোয়ার মোহমান্দ জেলার পান্ডিয়ালি অঞ্চলে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে।

প্রদেশটির মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর জানিয়েছেন, খারাপ আবহাওয়াই দুর্ঘটনার মূল কারণ।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় দেশজুড়ে এখন পর্যন্ত ১৮৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশেই  ১৫০ জনের প্রাণহানি ঘটেছে। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৫ আগস্ট ২০২৫

 



Scroll to Top