এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে আছে ভারত। টিম ইন্ডিয়ার পরের দুই ম্যাচ পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে। লাল-সবুজদের সঙ্গে জয়ী দলকে নিয়ে পাকিস্তানের সঙ্গে খেলাটাই উচিত হবে, বলছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
হাইব্রিড মডেলের আসরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার বিকাল ৩টায় শুরু হবে মাঠের লড়াই।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের একাদশ নিয়ে কথা বলেছেন দেশটির সফলতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে উইনিং কম্বিনেশ ভাঙা ঠিক হবে না। অর্থাৎ, বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে ভারত, একই দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার পক্ষে সৌরভ।
৫২ বর্ষী সৌরভ বলেছেন, ‘দুবাইয়ের পিচে ব্যাট করা সহজ নয়। স্পিনাররা সুবিধা পাবে। আর্শদীপ সিংয়ের খেলার সম্ভাবনা দেখছি না। তিনজন স্পিনার থাকবে দলে। কারণ পাকিস্তানের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে খুব একটা ভালো না। হার্দিক থাকবে তৃতীয় পেসার হিসেবে। জেতা দলে পরিবর্তনের প্রয়োজন নেই।’
‘শুভমন গিল ভালো খেলেছে। তবে ভারতীয় দলের এক থেকে পাঁচ-ছয় নম্বর পর্যন্ত সকলেই ভালো। সবাই সেঞ্চুরি করতে পারে। যেকেউ ম্যাচ জেতাতে পারে। অক্ষর প্যাটেল পাঁচ নম্বরে ব্যাট করছে। তার পর লোকেশ রাহুল, হার্দিক, রবীন্দ্র জাদেজারা থাকছে। দলটার ব্যাটিং গভীরতা দারুণ।’
‘শামি ভালো বল করেছে। চোট থেকে ফেরার পর পাঁচ উইকেট পেল। এই প্রতিযোগিতায় জাসপ্রীত বুমরাহ নেই। দুদিক থেকে দুজনকে পাওয়া গেলে খুব ভালো হতো। তবে হর্ষিত রানা ভালো বল করছে। শামিকে এভাবেই সামনে থেকে বোলিংয়ে নেতৃত্ব দিতে হবে।’
শেষ ম্যাচে ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি।