পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

৯ বছর পর টি-টুয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টুয়েন্টির প্রথম ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। টাইগার ক্রিকেটারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই ট্রফি জেতা হবে টাইগারদের।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে সফরকারীদের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের পাশাপাশি টি-টুয়েন্টিতে টানা দুটি সিরিজ জয়ের সুযোগও বাংলাদেশের সামনে।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মাত্র দুবার টানা একাধিক সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারায়। ২০২২-২৩ সালে জেতে সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে।

গত সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার টি-টুয়েন্টি শিরোপা জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও শুরুটা দারুণ করেছে টিম টাইগার্স। সফরকারীদের ১১০ রানে গুটিয়ে দিয়ে জয় তুলে নিয়েছে ২৭ বল ও ৭ উইকেট হাতে রেখে। সিরিজের ট্রফি নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে লড়বে স্বাগতিক দল। হেরে গেলেও সুযোগ থাকবে। অবশ্য অপেক্ষা বাড়াতে চাইবেন না লিটন দাসের দল।

প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে বাংলাদেশের। আত্মবিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করছে টিম টাইগার্স। প্রথম ম্যাচে অপরাজিত ৫৬ রানে ইনিংস খেলে ম্যাচসেরা পারভেজ হোসেন ইমন শোনান এই কথা। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শ্রীলঙ্কা থেকে আমাদের সবশেষ টি-টুয়েন্টি সিরিজটা খুব ভালো খেলে এসেছি। সবাই খুব আত্মবিশ্বাসী। চেষ্টা করেছি ওই আত্মবিশ্বাসটা ধরে রাখার। তো ওইভাবেই আমরা আজকে (রোববার) নেমেছি।’

অবশ্য জয়ের ধারা অব্যাহত রাখার পথে দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা কম বাংলাদেশের। একই পথ অনুসরণ করতে পারে পাকিস্তানও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আঘা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, সালমান মির্জা, আবরার আহমেদ, আব্বাস আফ্রিদি।

Scroll to Top