পাকিস্তানের বিদায়ে হতাশ তামিম, ইমাদ মেনে নিয়েছেন বাস্তবতা – Allrounder BD

পাকিস্তানের বিদায়ে হতাশ তামিম, ইমাদ মেনে নিয়েছেন বাস্তবতা – Allrounder BD

পাকিস্তানের বিদায়ে হতাশ তামিম, ইমাদ মেনে নিয়েছেন বাস্তবতা – Allrounder BD

টি-টোয়েন্টি বিশ্বকাপের গতবারের ফাইনালিস্ট পাকিস্তান বাদ পড়েছে চলমান আসরের গ্রুপ পর্ব থেকে। পাকিস্তানের এমন বিদায় হতাশ করেছে সমর্থক থেকে খেলাটার সাবেক, সবাইকে। এই যেমন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক্স পোস্টে লিখেছেন, পাকিস্তানের এমন বিদায় হতাশার। পাকিস্তান দলের ক্রিকেটার ইমাদ ওয়াসিম মানছেন, টি-টোয়েন্টিতে পিছিয়ে গেছে তার দল।

“পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় খারাপ লাগছে। আশা করছি, পরের বার তারা ভালোভাবে ফিরে আসবে, শহীদ আফ্রিদিদের মতো সিনিয়ররা দলকে পথ দেখাবে” – এক্স পোস্টে তামিম ইকবাল

“আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলি। তাদের মানসিকতা সময়ের সঙ্গে বদলেছে। আমরা টি-টোয়েন্টি ক্রিকেট শাসন করতাম। আমার মনে হয় এখন একটু পিছিয়ে গেছি” – আয়ারল্যান্ড বিপক্ষে মাঠে নামার আগে ইমাদ ওয়াসিম

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচের দুটোতে হেরেছে পাকিস্তান। কানাডার বিপক্ষে জিতলেও তা টুর্নামেন্টে তেমন কোনো প্রভাব ফেলছে না। রোববার বাংলাদেশ সময় রান সাড়ে আটটায় আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান।

Scroll to Top