পাকিস্তানের মাটিতে শুরু হয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ এর বাছাই টুর্নামেন্ট। আসরের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক পাকিস্তান। দিনের অপর ম্যাচে ওয়াস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ রানের জয় পেয়েছে স্কটল্যান্ডের মেয়েরা। বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ থাইল্যান্ড।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার টসে হেরে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ডের মেয়েরা। ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২১৭ রানের লক্ষ্য দাঁড় করায় ফাতিমা সানার দল। স্বাগতিকদের হয়ে ৫৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন আলিয়া রিয়াজ। হাফ সেঞ্চুরির দেখা পান আরেট টপঅর্ডার ব্যাটার সিদরা আমিন (৫১)।
এছাড়া মুনিবা আলীর ৩২, অধিনায়ক ফাতিমা ১৯ ও নাটালিয়া পারভেজের ব্যাট থেকে আসে ১২ রান। বাকিদের কেউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর।
জবাবে গ্যাবি লুইস ও অ্যামি হান্টার দুই আইরিস টপঅর্ডারের ব্যাট থেকে আসে ৪৪ রান করে। বাকিদের কেউই আর টিকে থাকতে না পারলে ৪৪ ওভারে সবগুলো উইকেট হারায় আয়ারল্যান্ড। শেষপর্যন্ত ১৭৯ রানের থামে গ্যাবি লুইসের দল।
দিনের আরেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের সঙ্গে আগে ব্যাটে নেমে ৪৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৪ রানের সংগ্রহ পায় স্কটল্যান্ডের মেয়েরা। লক্ষ্যে নেমে ৪৬.২ ওভারের সব উইকেট হারিয়ে ২৩৩ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয় মেয়েরা।
ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান-আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড।
আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ তারিখ। প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৩ এপ্রিল প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ তারিখে স্কটল্যান্ড, ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।