পাকিস্তানের কাছেও হেরে সিরিজ শুরু উন্ডিজের | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের কাছেও হেরে সিরিজ শুরু উন্ডিজের | চ্যানেল আই অনলাইন

ঘরের মাঠে কদিন আগে অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্রুতই পাকিস্তানের সঙ্গে নেমে ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবীয় দলটি। সফরকারীদের সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে শাই হোপের দল।

লডারহিলে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে শুক্রবার ভোরে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান। লক্ষ্যে নেমে ৭ উইকেটে ১৬৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। ১৪ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছে সালমান আঘার দল।

প্রথমে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুবের ফিফটিতে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় পাকিস্তান। ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন আইয়ুব। ফখর জামানের ২৮ এবং হাসান নওয়াজের ব্যাটে আসে ২৪ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শামার জোসেফ ৩০ রানে ৩ উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, আকিল হোসেন এবং রোমারিও শেফার্ড।

জবাব দারুণভাবেই দিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম উইকেট জুটি থেকে আসে ৭২ রান। মোহাম্মদ নওয়াজের একটি ওভার সবকিছু ওলটপালট করে ফেলে। ১২তম ওভারের প্রথম বলে ৩৫ রান করা জুয়েল অ্যান্ড্রুকে ফেরান তিনি। একই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে তুলে নেন যথাক্রমে জনসন চার্লস ও গুডাকেশ মোতির উইকেট।

এরপর ম্যাচে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে শামার জোসেফ ও জেসন হোল্ডার লড়েছেন। তা যথেষ্টও ছিল না। হোল্ডার ১২ বলে ৩০ এবং শামার জোসেফ ১২ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

মোহাম্মদ নওয়াজ ২৩ রানে নেন ৩ উইকেট। ২০ রানে ২ উইকেট পেয়েছেন সাইম আইয়ুব। একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

Scroll to Top